২৬ জুন ২০২৪, বুধবার



তেজকুনিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার || ১৫ মার্চ, ২০২৩, ০৪:৩৩ এএম
তেজকুনিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

এর আগে সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে আগুন লাগে তেজগাঁওয়ের কুনিপাড়ার এই বস্তিতে। 

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‌‌‘তেজগাঁওয়ের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুনে অনেক টিনশেডের ঘর পুড়ে গেছে। তবে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক তথ্যও দিতে পারেননি তিনি। 

তেজগাঁওয়ের বস্তিতে লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করলে উদ্ধার অভিযানে অংশ নেয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি দল। সোমবার (১৩ মার্চ) রাতে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্থানীয়রা জানান, এই বস্তিতে প্রায় দুই থেকে আড়াই হাজার পরিবারের বসবাস। তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিয়ে মূলত নিম্ন আয়ের মানুষ সেখানে থাকেন। বস্তিটিতে কয়েক হাজার ঘর রয়েছে। এতে কয়েক শ’ ঘর পুড়ে গেছে।  

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন