রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ক্ষতিগ্রস্ত ভবনটির বেজমেন্টে এ উদ্ধার অভিযান শুরু হয়েছে।
ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভবনের নিচে প্রচুর পানি থাকায় সেগুলো অপসারণ করে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে আজ কোনো ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে না। প্রতিটি ফ্লোরে আমরা আজ অভিযান চালাবো।’
এর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। তবে বিশেষজ্ঞ দল ঝুঁকি নির্ণয় করলে বুধবার বিকেলে পুনরায় শুরু হওয়া উদ্ধার অভিযান চলে রাত পর্যন্ত। এ সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে এই ভবনের বেজমেন্টে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
ঢাকা বিজনেস/এম