২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ক্যাম্পাস
প্রিন্ট

নিরাপত্তা সংকটে অনলাইনে জবানবন্দি ফুলপরীর

ইবি প্রতিনিধি || ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম
নিরাপত্তা সংকটে অনলাইনে জবানবন্দি ফুলপরীর


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরীর সঙ্গে কথা বলেছেন শাখা ছাত্রলীগের তদন্ত কমিটির সদস্যরা। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে অনলাইনে যুক্ত হয়ে তদন্ত কমিটির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তদন্ত কমিটির সদস্যদের মধ্যে ছিলেন মুন্সী কামরুল হাসান অনিক, বনি আমিন ও রাকিবুল ইসলাম। এর আগে ভুক্তভোগী ফুলপরীকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পাসে ডাকা হলেও নিরাপত্তাজনিত কারণে অনলাইনেই তার বয়ান নেওয়া হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে আমার অনলাইনে কথা হয়েছে। তারা আমাকে ক্যাম্পাসে ডাকেন। কিন্তু বাড়ি থেকে ক্যাম্পাস দূরে হওয়ায় নিরাপত্তার অভাবে আমি সেখানে যেতে পারিনি। তদন্ত রিপোর্টের ব্যাপারে আমার ছাত্রলীগসহ সবার প্রতি আস্থা আছে, তারা সুষ্ঠু প্রতিবেদন জমা দেবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাইয়ের সঙ্গে আমার কথা বলেছেন। এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেন।’

শাখা ছাত্রলীগের তদন্ত কমিটির সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা কথা যা বলার বলেছি, আজকেই আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠাবো ওরা দ্রুতই এর বিচার করবে। আমাদের সব তদন্তের কাজ কমপ্লিট শুধু তদন্তের রিপোর্টটা তৈরি করে আজকের মধ্যে বা কাল সকালের মধ্যে কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারির কাছে পাঠিয়ে দেবো। আমরা আমাদের শাখা ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারির মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করবো, যে লিগ্যাল একশন নেওয়ার জন্য।’ 

তারা আরও বলেন, ‘তদন্তে কোনো সত্যতা পাওয়া গেছে কিনা সেটি তদন্তের রিপোর্ট জমা দেওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা ভুক্তভোগী, অভিযোগকারী এবং অভিযুক্ত যারা যারা আছেন এবং প্রত্যক্ষদোষী যারা ছিলেন, হলের প্রভোস্ট সবার সঙ্গেই কথা বলে সুষ্ঠু তদন্ত করেই রিপোর্ট জমা দিয়েছি। আমরা ফুলপরীর সঙ্গে ১ ঘণ্টা কথা বলেছি আর বাকিদের সঙ্গে দুই বা সোয়া দুই ঘণ্টা কথা বলেছি।’

এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ জয় বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। আমরা আশা করি আজ তদন্ত কমিটির রিপোর্ট কেন্দ্রে জমা দেবো। সংগঠনের যদি কেউ অভিযুক্ত প্রমাণিত হয়, সঙ্গে সঙ্গে আমরা কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণ করবো।’

ইমন/এম



আরো পড়ুন