২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



সিলেটে ৪.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম
সিলেটে ৪.৩ মাত্রার ভূমিকম্প


সিলেটের ছাতকে ভূমিকম্প অনুভূত  হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। 

সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে।

আবহাওয়া অধিপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা  জানান, ‘ভূমিকম্পটির  কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। সিলেটেরও কিছু এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।’

ফারজানা সুলতানা বলেন, ‘মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার।’ সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন