২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি

ঢাকা বিজনেস রিপোর্ট || ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ পিএম
সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি


‘জাতীয় পেনশন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করেছে সরকার। চলতি বছরেই এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে পারে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণায়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে, ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদ সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩–এর অনুমোদন দেন। তখনই যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষ গঠনের বিষয়টি জানানো হয়েছিল। এ দফায় তা বাস্তবায়ন করা হলো।

আইন অনুযায়ী, বিষয়টি নাগরিকদের জন্য বাধ্যতামূলক থাকবে না। ১৮ বা তার বেশি বয়সী নাগরিকরা সর্বজনীন পেনশন অংশ নিতে পারবেন। পঞ্চাশোর্ধ্বরাও বিশেষ বিবেচনায় সুযোগ পাবেন। প্রবাসী কর্মীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়াও আপাতত, সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসবেন না।

যারা অবসরের পর পেনশন সুবিধা পান তাদেরকে সাময়িকভাবে সর্বজনীন পেনশনের আওতার বাইরে রাখা হয়েছে।

তবে, যে কোনো সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত-বেসরকারি প্রতিষ্ঠান পেনশন কার্যক্রমে অংশ নিতে পারবে। সেক্ষেত্রে কর্মী ও প্রতিষ্ঠানের চাঁদার হার পেনশন কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন