১ হাজার টাকা বন্ডে পরীমণির জামিন
বিনোদন ডেস্ক ||
২৭ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম
সভারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর করে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধরের ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় আত্নসমপন করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার এই জামিন মঞ্জুর করেন। সকাল ১০টার পর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন অভিনেত্রী। এদিন সোয়া দশটায় জামিন শুনানি শুরুতে বিচারধিন বিষয় নিয়ে কথা বলায় পরীমণিকে ভৎসনা করেন আদালত। ১ হাজার টাকা বন্ডে অভিনেত্রীর জামিন হয়েছে।
অভিনেত্রীর পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন। এর আগে গত রোববার (২৬ জানুয়ারি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বিষয়টি নিয়ে পরীমণির আইনজীবী সংবাদমাধ্যমেকথা বলেন। নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় রোববার (২৬ জানুয়ারি) পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদিন অসুস্থতার কারণে পরীমণি আদালতে হাজির হতে পারেনি। আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম যদিও আদালত সেটি নামঞ্জুর করে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তিনি আরও বলেন, আমরা আজ আত্নসমপন করে জামিনের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আদালত কোনো শর্ত ছাড়াই ১ হাজার টাজার বন্ডে পরীমণির জামিন দিয়েছেন।
জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমে পরীমণি বলেন, একদম শুরু থেকেই আইনের প্রতি আমার শ্রদ্ধা আর বিশ্বাস ছিল। আর সেই বিশ্বাস থেকেই এখানে। আপনারা সবাই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন। আমাকে নিয়ে আপনারা ভেবেছেন সেটা দেখে নিজের কষ্ট ভুলে গেছি। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে এভাবে থাকার জন্য। আমি কাল থেকে আপনাদের ভালোবাসা পাচ্ছি।
শেয়ার করুন