যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের সবশেষ পরীক্ষা উৎক্ষেপণের কয়েক মিনিট পরই ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ রকেট উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই এতে ত্রুটি দেখা দেয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় স্পেসএক্স জানিয়েছে, উৎক্ষেপণের পর দ্রুতই অনির্ধারিতভাবে স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার মূল কারণ আরও ভালোভাবে বুঝতে সংশ্লিষ্ট দলগুলো ফ্লাইট পরীক্ষার তথ্য পর্যালোচনা করবে।
মাস্কের কোম্পানিটি বলছে, ‘আমরা এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যা শিখি, তা থেকেই সাফল্য আসে এবং আজকের উৎক্ষেপণ স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের সহায়তা করবে।’
এ উৎক্ষেপণ বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঝ আকাশে একটি রকেট বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ছে। তবে এ ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি।
এ ঘটনা নিয়ে ইলন মাস্ক নিজেও এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, ‘সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত।’ এ বার্তার সঙ্গে রকেট উৎক্ষেপণের দৃশ্যও শেয়ার করেন তিনি।
রকেটের উন্নত সংস্করণ এরই মধ্যে উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে বলেও জানান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট মিত্র মাস্ক।