বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকার সাধারণ সভা ও নির্বাচন ২০২৫ অনুষ্ঠহ হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনিস্টিউটে এই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড.নেয়ামত উল্লাহ ভূঁইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন। সংগঠনের আহবায়ক আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সকল সদস্য, ব্যাবসায়ী, রাজনীতিবীদ,সাংবাদিক,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবী,বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তানরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা,ব্রাহ্মণবাড়িয়াও চাঁদপুর এই তিন জেলা নিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতি ১৯৬০ সালে গঠিত হয়। এই সমিতির মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,দরিদ্র ছেলে-মেয়েদের বিবাহ সহায়তা, সাধারণ মানুষের চিকিৎসা সহয়তা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।