২৬ জানুয়ারী ২০২৫, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

প্রাইম ইউনিভার্সিটি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনঃমিলনী

প্রাইম ইউনিভার্সিটি প্রতিবেদক || ০৪ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম
প্রাইম ইউনিভার্সিটি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনঃমিলনী


প্রাইম ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম পুনঃমিলনী অনুষ্ঠান উদযাপিত। শুক্রবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রায় ৩০০ জন সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথি অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা। সভাপতিত্ব করনে মো. আবু সালেহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি জেনারেল ফিরোজ মাহমুদ হোসেন, সদস্য ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, মীর শাহাবুদ্দীন, মো. মামুন সোবাহান, উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. আব্দুর রহমান, ডিন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং প্রফেসর ইঞ্জিনিয়ার ড. মো. রাশিদুল হাসান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. পলাশ চন্দ্র কর্মকার, প্রাইম ইউনিভার্সিটি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাসেল সরকার, সেক্রেটোরি জেনারেল আমির হোসেন। 

প্রধান অতিথি বক্তব্যে আনোয়ার কামাল পাশা বিভাগের ঐতিহ্য ও বর্তমানে বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।  



আরো পড়ুন