২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



যেমন পাত্র পছন্দ নুসরাত ফারিয়ার

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম
যেমন পাত্র পছন্দ নুসরাত ফারিয়ার


ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। সরকার পতনের পর সমালোচনার শিকার হন। কাজ নিয়ে এখন ততটা আলোচনায় নেই। ইদানিং সামাজিকমাধ্যমে দেখা যায় দেশ বিদেশে ঘোরার ছবি। এবার বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ, জানালেন অভিনেত্রী।

প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদ নামে একজনের সঙ্গে বাগদান সারেন তিনি। পারিবারিকভাবে তার সঙ্গে আংটি বদল করেন ২০২০ সালে। মন দেওয়া নেওয়া হলেও বিয়েটা আর হয়নি তাদের।

বাগদানের বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সেখানে তার প্রাক্তন রনি প্রসঙ্গে কথা বলেন তিনি, জানান বিচ্ছেদের কারণও।

অভিনেত্রী জানান, ‘দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।’

নুসরাত ফারিয়া বলেন, ‘গত দুই বছর ধরে আমি সিঙ্গেল। সময়টা দারুণ কাটছে। একা অনেক ভালো আছি। ভালোবেসে বিয়ে করব। এখন কাজ ও জীবন নিয়ে ভাবছি।’

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ তার? অভিনেত্রী জানান, ‘সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে। এমন একজন মানুষ চাই।’

ফারিয়া বললেন, ‘এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না। অল্প কিছুদিন প্রেম করেই বিয়ে। সেটা মিডিয়া কিংবা বাইরে যেখানেই হোক সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে।’

বৈষম্যবিরোধী বিপ্লবের সময় তিনি দেশে ছিলেন না। গত ১০ জুলাই শো করতে কানাডা গিয়েছিলেন। ১৭ আগস্ট দেশে ফিরে নতুন এক বাংলাদেশের দেখা পান অভিনেত্রী। সবশেষ কলকাতার একটি সিনেমায় দেখা গেছে তাকে। 



আরো পড়ুন