২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



টি-টোয়েন্টিতে সেরা পেসারকে পাচ্ছে না বাংলাদেশ

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:১২ পিএম
টি-টোয়েন্টিতে সেরা পেসারকে পাচ্ছে না বাংলাদেশ


তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশের মেয়ারা। এই সিরিজে দলের সেরা পেসার মারুফা আক্তারকে পাচ্ছে না বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়।

চোটের কারণে স্কোয়াডে নেই সাথী রানী। তার জায়গায় ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। তাই টি-টোয়েন্টিতেও একাদশে দেখা যেতে পারে তাকে।

এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তার ও সুলতানাকে। এই দুজনই ওয়ানডে সিরিজে ভালো পারফর্ম করেছেন। তাদের ওয়ার্ক লোড কমাতে বিশ্রাম দিয়েছে বিসিবি। মারুফার অনুপস্থিতিতে একাদশে সুযোগ মিলতে পারে ফারিহা তৃষ্ণার।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজের পরের দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)

দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।



আরো পড়ুন