২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা বিজনেস স্পোর্ট ডেস্ক || ০৩ অক্টোবর, ২০২৪, ০৩:১০ পিএম
নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে। যদিও এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে টুর্নামেন্ট চলে যায় আরব আমিরাতে। আর তাই আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশের নাম। 

এই ম্যাচে বাংলাদেশই ফ্যাবারিট। এর আগে দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৪ ম্যাচের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে আজ শততম ম্যাচ খেলছেন অধিনায়ক নিগার সুলতানা। ওদিকে বা হাতি স্পিনার নাহিদা আক্তার আর একটি উইকেট পেলেই টি টোয়েন্টিতে শততম উইকেট নেয়ার গৌরব অর্জন করবেন। 

দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমি ফাইনালে। ২০ অক্টোবর হবে ফাইনাল। 

বাংলাদেশ খেলছে বি গ্রুপে। আজকের এই দুল দল ছাড়াও বি গ্রুপে আরো আছে দক্ষিন আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েষ্ট ইন্ডিজ। 

এ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। 

বাংলাদেশ একাদশ: সাথী রানী, মুর্শিদা খাতুন, শবনম মুস্তারি, নিগার সুলতানা, তাজ নেহার, স্বর্না আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার। 

স্কটল্যান্ড একাদশ: সাস্কিয়া হর্লি, সারা ব্রেস, ক্যাথিরিন ব্রেস, আইলসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্ল্যাটার, আবতাহা মাকসুদ, লর্না জ্যাক এবং অলিভিয়া বেল।



আরো পড়ুন