১০ জানুয়ারী ২০২৫, শুক্রবার



জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৯ পিএম
জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার


গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমির হোসেনকে (৩০) আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান। 

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আমির হোসেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন তাজুল ইসলামের ছেলে। তিনি জেলার টঙ্গী থানার আলোচিত হোসেন (১৪) হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

র‌্যাব জানায়, গ্রেফতার আমির হোসেন অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি (বন্দি নম্বর ১০১৯)। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে আসছিল। 

শুক্রবাররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১০র যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় লেনদেনের বিষয় নিয়ে বিরোধের জেরে আসামি আমির হোসেন ২০১০ সালের ৫ জুন নিহত হোসেনকে বাড়ির পাশের চা দোকান থেকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। 

পরবর্তী সময়ে মুক্তিপণ না পেয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় টঙ্গী থানায় নিহতের বাবা একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। এরপর থেকে কাশিমপুর কারাগারে ছিলেন তিনি।



আরো পড়ুন