২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



কারফিউ তোলার পর কমেছে সবজির দাম

আনোয়ার হোসেন বুলু , দিনাজপুর || ০৮ আগস্ট, ২০২৪, ০৬:৩৮ এএম
কারফিউ তোলার পর কমেছে সবজির দাম


কারফিউ তুলে নেয়ার পর দিনাজপুরের হিলিতে কমছে সব ধরনের সবজির দাম। গেলো বুধবার (৩১ জুলাই ) প্রতিকেজি বেগুন ৬০ টাকা বিক্রি হয়েছে। আর ৭ আগস্ট বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। এভাবে প্রতিটি সবজির দাম কমেছে কেজি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।  তবে আলুর দাম কমেনি।  

বুধবার (৭ আগস্ট) হিলিবাজারের সবজি কিনতে এসেছেন মো. মজিবর রহমান। তিনি বলেন, ‘কারফিউ প্রত্যাহারের পর সবজরি দাম একটু কমেছে। গেলো সপ্তাহে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। আজ  কিনলাম ৪০ টাকা কেজি দরে।’

আরেক ক্রেতা মো. আজমত আলী বলেন, ‘এখন সবজি কিনে একটু স্বস্তি পাচ্ছি। গত সপ্তাহে প্রতিকেজি ঢেঁড়শ ৪০ টাকা, পটল ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। আর এ সপ্তাহে কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। এছাড়া প্রতি পিস পানি কচু ২০ টাকা করে বিক্রি হলেও আজ মানভেদে ১০ থেকে ১৫ টাকায় পিস বিক্রি হচ্ছে। তবে আলুর দাম কমেনি। প্রতিকেজি আলু ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

সবজি বিক্রেতা মো.  শাখাওয়াত হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘কারফিউয়ের কারণে বাজারে সবজির সরবরাহ কম ছিল। এখন সরবরাহ বেড়েছে । তাই দামও কমে এসেছে। এক সপ্তাহ আগে প্রতিকেজি ঢেঁড়শ ও পটল ৩৫ টাকা কেজি দরে কিনে ৪০ টাকায় বিক্রি করেছি। এখন ২৫ টাকা কেজি দরে কিনে ৩০ টাকায় বিক্রি করছি। সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে।’




আরো পড়ুন