সিরাজগঞ্জে নির্মানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মেশিনারীজ পণ্য নিয়ে মোংলায় ভিড়েছে পানামা পতাকাবাহী এমভি তাই হ্যাং শান নামক একটি বাণিজ্যিক জাহাজ। বৃহস্পতিবার(৩০ নভেম্বর) দুপুরে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। এর আগে ১৯ নভেম্বর জাহাজটি ভিয়েতনাম থেকে মোংলাবন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
শওকত আলী বলেন,‘মোংলায় আসা জাহাজটিতে সেতুর ২৪৫ প্যাকেজের ১ হাজার ৮৮৭ মেট্রিকটন মেশিনারিজ পণ্য রয়েছে। বিকালের পালা থেকেই জাহাজে আসা ওই পণ্যগুলো খালাস কাজ শুরু হয়। এরপর নদী পথে নেওয়া হবে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু রেল সেতুর জেটিতে।
ঢাকা বিজনেস/এমএ/