বঙ্গুবন্ধু রেল সেতুর পণ্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ


বাগেরহাট করেসপন্ডেন্ট , : 30-11-2023

বঙ্গুবন্ধু রেল সেতুর পণ্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

সিরাজগঞ্জে নির্মানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মেশিনারীজ পণ্য নিয়ে মোংলায় ভিড়েছে পানামা পতাকাবাহী এমভি তাই হ্যাং শান নামক একটি বাণিজ্যিক জাহাজ। বৃহস্পতিবার(৩০ নভেম্বর) দুপুরে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে।  এর আগে ১৯ নভেম্বর জাহাজটি ভিয়েতনাম থেকে মোংলাবন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

বিদেশী এমভি তাই হ্যাং শান জাহাজ এর স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেড এর অপারেশন ম্যানেজার শওকত আলী এ তথ্য নিশ্চিত করেন।

শওকত আলী বলেন,‘মোংলায় আসা জাহাজটিতে সেতুর ২৪৫ প্যাকেজের ১ হাজার ৮৮৭  মেট্রিকটন মেশিনারিজ পণ্য রয়েছে। বিকালের পালা থেকেই জাহাজে আসা ওই পণ্যগুলো খালাস কাজ শুরু হয়। এরপর নদী পথে নেওয়া হবে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু রেল সেতুর জেটিতে।

ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com