চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রুকনউদ্দিন খোকা (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বন্ধু তসলিম উদ্দিন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মহাসড়কের মালুমঘাট ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন।
নিহত রুকন উদ্দিন উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক মেম্বার আলম বাহাদুরের ছেলে।
মো. ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেলে কক্সবাজার থেকে চকরিয়ায় আসার পথে বিকাল ৩টার দিকে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক মোটরসাইকেল চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারায় রুকন উদ্দিন। এসময় আহত হয় তার বন্ধু সলিম উদ্দিন। সলিমকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
পুলিশ পরিদর্শক আরও জানান, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছে।
ঢাকা বিজনেস/তাহফীম/এন