ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১২৩জন কর্মীকে মুক্তির নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। শনিবার (২০ মে) পিটিআই কর্মীদের আটক করার আদেশ বাতিল করে গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তি দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট।
পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দলের আটক কর্মীদের মুক্তি চেয়ে পিটিআই নেতা ফারুখ হাবিবের দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এলএইচসি-র বিচারপতি আনোয়ারুল হক এই আদেশ জারি করেন।
গত ৯ মে ইমারান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় তাদের আটক করা হয়। ফয়সালাবাদ থেকে গ্রেপ্তার হওয়া শ্রমিকরা বর্তমানে পাঞ্জাবের বিভিন্ন জেলে আটক রয়েছে।
প্রসঙ্গত, ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে এলে আদালত চত্বর থেকে গ্রেপ্তার হন ইমরান খান।
ইমরান খানের গ্রেপ্তারের পর দেশজুড়ে নজিরবিহীন বিক্ষোভ শুরু করে পিটিআই। পাকিস্তানের চারটি প্রদেশের বিভিন্ন শহরে সরকারি বেসামরিক ও সামরিক বাহিনীর বিভিন্ন ভবন ও কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ করেন জনতা। পুলিশ ও ইমরান খানের সমর্থকদের বিক্ষোভে ৮জন বিক্ষোভকারী মারা যান।
ওই বিক্ষোভের পর পাকিস্তানজুড়ে ইমরান খানের দলের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে আটক করা হয়। এর মধ্যে শুধুমাত্র পাঞ্জাবেই আটক করা হয় ৩ হাজার ২০০ জনকে।
ঢাকা বিজনেস/এমএ