পানির নিচে সব কার্যক্রম ও অভিযাত্রা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাডভেঞ্চার সংস্থা ওশানগেট। বৃহস্পতিবার (৬ জুলাই) সব রকমের অভিযাত্রা ও বাণিজ্যিক কার্যক্রমও স্থগিত করেছে সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আর কাউকে নিয়ে যাবে না তারা। সম্প্রতি তাদের একটি ডুবোযানে ভয়াবহ বিস্ফোরণ ও এর পাঁচ আরোহী নিহতের ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিষয়টি তাদের ওয়েবসাইটেও লিখে দিয়েছে তারা।
সম্প্রতি কানাডার নিউ সাউথহ্যাম্পটনের সেন্ট জন্স থেকে ৫ আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে যাত্রা করে ডুবোযান টাইটান। সমুদ্রের গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে রওনা হয় টাইটান। আরও ৯৬ ঘণ্টার অক্সিজেনের রসদ নিয়ে সাগরে ডুব দেয় টাইটান। কিন্তু মাত্র পৌনে দু’ঘন্টার মাথায় দিক নির্দেশকারী জাহাজ বা কমান্ড শিপ ‘পোলার প্রিন্স’ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যানটির। ৫ অভিযাত্রী-সহ ডুবোযানটির খোঁজে চারদিন ধরে আটলান্টিকে তল্লাশি চালায় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের অভিজ্ঞ দল। গত সপ্তাহের বৃহস্পতিবার অবশেষে খোঁজ মেলে টুকরো টুকরো হয়ে যাওয়া ডুবোযানের।
টাইটান ডুবোযানের পাঁচ আরোহীর মধ্যে ছিলেন পাকিস্তানের শীর্ষ ধনী দাউদ পরিবারের সদস্য শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং (৫৮), ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি পল অঁরি নাজোলে (৭৭) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সাবমেরিন সরবরাহকারী কোম্পানি ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ (৬১)। তিনি ডুবোযানটির পাইলট ছিলেন।
এর আগে টাইটানিকের ধ্বংসাবশেষে দেখতে গিয়ে নিখোঁজ ও পরে ভয়াবহ বিস্ফোরণের শিকার ডুবোযান টাইটানের যাত্রীরা অভিযাত্রা শুরুর আগে যেকোনো বিপর্যয়ে সম্ভাব্য ‘মৃত্যুর দায় মওকুফে’ সই করেছিলেন, এমনটাই ধারণা করা হচ্ছে।
তবে এরপরও ক্ষতিগ্রস্ত যাত্রীদের পরিবার চাইলে মামলা করতে পারে। যাত্রীদের ওই মৃত্যুর দায় মওকুফের স্বাক্ষর সাবমেরিনের মালিককে সম্ভাব্য মামলা থেকে রক্ষা করতে পারবে না বলে মনে করেন আইনবিশেষজ্ঞরা।
টাইটান সাবমেরিনে চড়ে উত্তর আটলান্টিকের তলদেশে ১২ হাজার ৫০০ ফুট গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে প্রতি যাত্রী ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ফি পরিশোধ করেছেন। তারা সবাই কোনো বিপর্যয়ে সম্ভাব্য মৃত্যুর দায় মওকুফে স্বাক্ষর করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।