১৫ মার্চ ২০২৫, শনিবার



বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের জয়

ক্রীড়া ডেস্ক || ০৪ নভেম্বর, ২০২৩, ০৩:৪১ পিএম
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের জয়


বিশ্বকাপের ‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তানকে ৪০২ রানের বড় টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। কে জানতো এই ম্যাচ নিজেদের করে নেবে পাকিস্তান? খেলার চেয়ে ভাগ্য সহায়ক হলো পাকিস্তানের। লক্ষ্য তাড়ায় ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান সংগ্রহ করে পাকিস্তান। বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। এ অবস্থায় ডি/এল মেথডে রান রেটে এগিয়ে থেকে ২১ রানের জয় পেয়েছে পাকিস্তন।

এই জয়ে বিশ্বকাপের সেমির সম্ভাবনা উজ্জ্বল করল পাকিস্তান। একইসঙ্গে দুশ্চিন্তা বাড়ল নিউজিল্যান্ডের। যদিও পয়েন্ট টেবিলে রান রেটে এগিয়ে কিউইরাই। তারা আছে চতুর্থ স্থানে। পাকিস্তান পঞ্চমে।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ভাবে ব্যাটিং করতে থাকে পাক ব্যাটাররা। ম্যাচের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন আবদুল্লাহ শফিক। ৪ রান করেন তিনি। তবে এই ধাক্কার পর আর পেছনে দিরে তাকায়নি পাকরা। ফখর জামান ও বাবর আজম রান তুলতে থাকেন দুরন্ত গতিতে।

চিন্নাস্বামীর একপ্রান্তে ব্যাট হাতে ঝড় তুলে কিউই বোলারদের তুলোধুনো করে মাত্র ৬৩ বলে সেঞ্চুরি করেছেন ফখর। অন্যপ্রান্তে বাবরও দেন যোগ্য সঙ্গ। তিনি ৫২ বলে পূরণ করেন অর্ধশতক।

তাদের ঝড়ো ইনিংসের মধ্যে ব্যাঙ্গালুরুর আকাশ ভেঙে বৃষ্টি নামে। তাই দুইবার খেলা বন্ধ হয়ে যায়। প্রথমবার বৃষ্টি শেষে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২ রান। সে লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছিলেন বাবর-ফখর।

তবে দ্বিতীয়বার বৃষ্টিতে ম্যাচ বন্ধের পর আর খেলা হয়নি। এ সময় ফখর ১২৬ ও বাবর ৬৬ রানে ব্যাট করছিলেন। ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতি অনুযায়ী ২৫.৩ ওভারে পাকিস্তানকে ১৭৯ করলেই চলতো। তবে তারা ২১ রানে এগিয়ে ছিল। 

শেষপর্যন্ত আর খেলা না হওয়ায় বিশাল লক্ষ্য তাড়ায় অবিশ্বাস্য এক জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন