ড্রোন হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (২৯ মে) আকাশ থেকে ক্ষেপণাস্ত্রটির জ্বলন্ত ধ্বংসাবশেষ কিয়েভের একটি আবাসিক এলাকায় ভূপতিত হয়। এতে হতাহতের কোনো খবর জানা পাওয়া যায়নি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি মাসে ইউক্রেনের রাজধানীতে ১৬টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া। সর্বশেষ হামলাটি অস্বাভাবিক ছিল কারণ হামলাটি দিনের বেলায় হয়েছিল। ধারণা করা হচ্ছে শহরটিকে লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা চালানো হয়। মে মাসে এখন পর্যন্ত রাজধানীতে অন্যান্য সমস্ত বিমান হামলা রাতে সংঘটিত হয়েছে।
ইউক্রেন বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেছেন, ‘সর্বশেষ হামলায় ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এটি সম্ভব এস-৩০০ ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র।’
কিয়েভের স্থানীয় সামরিক কমান্ডাররা রাশিয়াকে তার কৌশল পরিবর্তন করার এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করেছে। এটা অবশ্যই প্রতীয়মান হয় যে মস্কো যেকোনো পাল্টা আক্রমণের আগে ইউক্রেনের উপর তার চাপ বাড়াতে চায়।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার শেরবা এক প্রতিবেদনে বিবিসিকে জানিয়েছে, ‘প্রায় প্রতি রাতে আকাশে স্টার ওয়ার এপিসোডের মতো আলো ও শব্দ দেখা যায়। আমরা মনে করি রাশিয়ান রকেটগুলি এখানো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘সমস্ত দেশগুলিকে ধন্যবাদ। যারা আমাদের এই বিমান প্রতিরক্ষা দিয়েছেন।’