১৫ মার্চ ২০২৫, শনিবার



সেঞ্চুরি করে সাত হাজারি ক্লাবে মুশফিক

হাকিম মাহি, সিলেট থেকে || ২০ মার্চ, ২০২৩, ১২:৩৩ পিএম
সেঞ্চুরি করে সাত হাজারি ক্লাবে মুশফিক


টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেন সাকিব আল হাসান। এই ক্লাবে ঢুকতে ২২৮ ম্যাচে ২১৬ ইনিংস খেলেন সাকিব। সাত হাজারি ক্লাবের অপেক্ষায় ছিলেন টাইগারদের উইকেট-কিপার ও ব্যাটার মুশফিকুর রহিমও। তিনিও এবার আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন। 

দ্বিতীয় ম্যাচের আগে ওয়ানডে ক্রিকেটে সাত হাজারি ক্লাবের সদস্য হতে তার প্রয়োজন ছিল ৫৫ রান। এই ম্যাচের মধ্য দিয়েই এই মাইলফলকে পৌঁছালেন দেশসেরা এই উইকেট-কিপার ব্যাটার। কুর্টিস ক্যাম্ফারের বলে কাট করে চার মেরে এই মাইলফলকে পৌঁছান মুশফিক।

এই মাইলফলকে পৌঁছাতে ২৪৩ ম্যাচে ২২৮ ইনিংস খেলেছেন। এদিকে, ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল মুশফিকের। এর মধ্যে ৮ সেঞ্চুরির সঙ্গে ৪৪টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাত হাজারি ক্লাবে প্রথম পৌঁছেছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে এই ক্লাবে নাম লেখাতে ২৩৫ ম্যাচে ২১৪ ইনিংস খেলেছিলেন তামিম। আজ তার জন্মদিনে ১৫ হাজার রানের রেকর্ড গড়লেন। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন