১৫ মার্চ ২০২৫, শনিবার



ভিড় এখন আতর-সুরমা ও টুপির দোকানে

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২১ এপ্রিল, ২০২৩, ১০:৩৪ এএম
ভিড় এখন আতর-সুরমা ও টুপির দোকানে


দুয়ারে কড়া নাড়ছে ঈদ। আজ (২১ এপ্রিল) চাঁদ দেখা গেলে কাল ঈদ। তাই শেষ মুহূর্তে দিনাজপুরের হিলিতে মানুষ ভিড় করছেন আতর, সুরমা আর টুপির দোকানে। 

সরেজমিনে হিলি বাজার ঘুরে এমন তথ্য জানা যায়। ক্রেতারা জানান, নতুন টুপি, নতুন কাপড়ে আতর ও চোখে সুরমা মেখে ঈদের মাঠে যেতে হয়। তাই শেষ মুহূর্তে সব কেনাকাটা শেষ করে এখন তারা ভিড় করছেন এসবের দোকানে। আর বিক্রেতারা বলছেন, প্রতিবছর রমজান মাসের শুরু থেকেই আমাদের দোকানে বেচাবিক্রি একটু বাড়ে। 

আতরের দোকানে কথা হয় ক্রেতা মো. ছারোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের অন্যান্য কেনাকাটা শেষ করেছি। এখন এসেছি নিজের ও ছেলেদের জন্য নতুন টুপি কিনতে। সেইসঙ্গে আতর আর সুরমা কিনতে।’ 

আরেকজন ক্রেতা মো. ফজলুর রহমান বলেন, ‘একটি টুপি কিনলেই অনেকদিন যায়। গত বছরের টুপিটি পুরনো হয়ে গেছে। তাই নতুন টুপি কিনতে এসেছি। তার সঙ্গে খুশবু হিসেবে আতর ও চোখে দেওয়ার জন্য সুরমা কিনবো। সব খরচ শেষে প্রতিবছর আতর, সুরমা ও টুপি কেনা হয়। নতুন পায়জামা, পাজ্ঞাবির সঙ্গে নতুন টুপি মাথায় না দিলে বেমানান দেখায়। তাই সব কেনাকাটা শেষে টুপি, আতর, সুরমা কিনতে আসা।’ 

আতরের দোকানদার মো. রবিউল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘রমজান মাসে টুপি, আতর আর মেসওয়াকের চাহিদা বাড়ে। আর দিনের দুই এক দিন আগে বাড়ে সুরমার চাহিদা। অনেকে আবার এক সঙ্গে আতর, সুরমা, টুপি কিনছেন। বেচাবিক্রিও মোটামুটি ভালো হচ্ছে।’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন