অন্বেষা জয়ধর। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের সন্তান। জন্ম ২০০৮ সালে। পিতা প্রশান্ত জয়ধর, মাতা রিতা হাজরা।
অন্বেষা স্কুলের গণ্ডি পেরোননি এখনো। কিন্তু সংগীতশিল্পী হিসেবে এরইমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। প্রধানত লোকগীতি করেন। ছোটবেলা থেকেই তিনি ভাবসংগীত, নজরুলসংগীত, পল্লীগিতী, রবীন্দ্রসংগীত, হামদ-নাত, নৃত্য ইত্যাদি বিষয়ে পারফর্ম করছেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি অনেক পুরস্কার অর্জন করেছেন।
বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়মিত গান গাইছেন।