১৫ মার্চ ২০২৫, শনিবার



টাঙ্গাইলে মাছব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সংবাদদাতা || ২৩ মে, ২০২৩, ০৬:৩৫ এএম
টাঙ্গাইলে মাছব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


টাঙ্গাইলে  আলী আকবর বাপ্পী (৩৩) নামে এক মাছব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের পার দিঘুলীয়া সেতুর পাশে এই হত্যাকাণ্ড ঘটে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত মাছব্যবসায়ী আলী আকবর বাপ্পী চর দিঘুলীয়া এলাকার দেলবর বেপারির ছেলে। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। 

এএসআই আতিকুর রহমান বলেন, ‘রাতে বাপ্পীর লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাপ্পীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

ঢাকা বিজনেস/নোমান/এনই




আরো পড়ুন