১৭ মার্চ ২০২৫, সোমবার



বাণিজ্যমেলায় বড় ছাড় ভিসতা-অক্স পণ্যে

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম
বাণিজ্যমেলায় বড় ছাড় ভিসতা-অক্স পণ্যে


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ভিসতা ইলেক্ট্রনিক্সক ও অক্স ব্র্যান্ডের পণ্যে ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় সব অফার। এতে ছুটির দিনসহ পুরো সপ্তাহজুড়ে ভিসতা প্যাভিলিয়নে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।  

এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৬২টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে ৩৫১টিই দেশীয় প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়ন। বাকি ১১টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া—এই ৭ দেশের।

মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

মেলায় ভিসতা, যমুনা ইলেকট্রনিক, ওয়ালটন, ভিশন, কিয়াম, মিনিস্টারসহ বিভিন্ন কোম্পানি স্টল দিয়েছে। মূল্যছাড়, ক্যাশব্যাক ও নানা উপহার দিয়ে ইলেকট্রনিক পণ্য বিক্রি করা হচ্ছে। বিক্রিও হচ্ছে প্রচুর।   ক্রেতারা বলেন, ভালো ছাড় পেয়েছেন। তাই মেলা থেকে টিভি, রেফ্রিজারেটরসহ হোম অ্যাম্প্লায়েন্সের বিভিন্ন পণ্য কিনছেন।  

মেলায় ভিসতার বিভিন্ন পণ্য ও অক্সের এসির ওপর চলছে  আকর্ষণীয় ছাড়। এই প্রসঙ্গে ভিসতা-অক্সের হেড অব বিজনেস এএমএ জহির ঢাকা বিজনেসকে বলেন, ক্রেতাদের জন্য আমরা দুই ধরনের সুবিধা দিচ্ছি। 

হেড অব বিজনেস আরও বলেন, ভিসতা পণ্য কিনলেই মিলছে গিফট। এর মধ্যে রয়েছে ভিসতার ৮৬ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি কিনলে গিফট হিসেবে দেওয়া হচ্ছে এসি ও রেফ্রিজারেটর। ৬৫ ইঞ্চি টিভি কিনলে গিফট মিলবে রেফ্রিজারেটর। আর ইঞ্চি ৫৫ টিভির সঙ্গে মিলবে ব্লেন্ডার ও রাইস কুকার। 

এএমএ জহির জানান, বিশ্ববিখ্যাত চায়না ব্র্যান্ড অক্স-এর এসি কিনলেই নগদ পরিশোধে মিলছে সর্বোচ্চ ২০%  পর্যন্ত মূল্য ছাড়। এছাড়া রয়েছে ৩ মাসের কিস্তি সুবিধা।



আরো পড়ুন