১৬ মার্চ ২০২৫, রবিবার



হিলিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুর প্রতিনিধি || ১৪ এপ্রিল, ২০২৪, ০৬:৩৪ এএম
হিলিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


দিনাজপুরের হিলিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘পিপীলিকা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের এই সংবর্ধনা দেয়। শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উপজেলার পাউশগাড়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ৫১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। 

এতে সভাপতিত্ব করেন  পিপীলিকার সভাপতি মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন উর রশিদ। এ  সময় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, ভাইস চেয়ারম্যান মো. শাহিনুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, ডা. মিলন হোসেন, ইউপি চেয়ারম্যান মো. কাওছার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোকলেছার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

ঢাকা বিজনেস/বুলু/এনই 



আরো পড়ুন