২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

প্রকাশিত হলো ‘যোগসূত্র’ অণুগল্প সংখ্যা

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৩২ এএম
প্রকাশিত হলো ‘যোগসূত্র’ অণুগল্প সংখ্যা


সাহিত্য, শিল্প ও সংস্কৃতির অন্তর্জাল যোগসূত্রের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে অণুগল্প সংখ্যা (ফেব্রুয়ারি ২০২৪)। এতে রয়েছে সমকালীন বিষয় নিয়ে নয় লেখকের নয়টি অণুগল্প। সংখ্যাটি সম্পাদনা করেছেন সাইফ বরকতুল্লাহ।

এই সংখ্যায় যারা গল্প লিখেছেন তারা হলেন, সাদিয়া সুলতানা, মোহাম্মদ আসাদুল্লাহ, মেহেনাজ পারভীন, রাজেশ ধর, নাসরিন জে রানি, শিল্পী নাজনীন, নাহিদ হাসান রবিন, ইসরাত জাহান ও সাইফ বরকতুল্লাহ।

এ বিষয়ে যোগসূত্র সম্পাদক সাইফ বরকতুল্লাহ বলেন, ‘২০২১ সাল। করোনার ভয়াবহ অবস্থা।বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনার আগ্রাসনে বিপর্যস্ত পৃথিবী।করোনার প্রলয়ঙ্করী থাবায় গোটা বিশ্ব যেন মৃত্যুপুরীতে রূপ নিয়েছিল।অবরুদ্ধ সেই সময়ের মার্চে যাত্রা শুরু করে সাহিত্য, শিল্প ও সংস্কৃতির অন্তর্জাল যোগসূত্র।হাঁটি হাঁটি পা করে তিন বছর অতিক্রম করে চতুর্থ বর্ষে ( মার্চ, ২০২৪) পদার্পণ করতে যাচ্ছে যোগসূত্র। এই তিন বছরে ছয়টি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে যোগসূত্র।যা পাঠক, লেখকদের মাঝে নতুন স্বপ্নের জানালা খুলে দিয়েছে।সবার সহযোগিতায় যোগসূত্র সামনে এগিয়ে যেতে চায়।’

অণুগল্প সংখ্যার প্রচ্ছদ করেছেন তানভীর আহমেদ তুষার।এক ফর্মার এই সংখ্যার দাম দশ টাকা।

 




আরো পড়ুন