যত দিন যাচ্ছে, ততই ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতার ভিড় বাড়ছে। দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিসতার প্যাভিলিয়নে বড় পর্দার টিভির চাহিদা বেড়েছে ব্যাপকহারে। প্রতিদিনই ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বিক্রয়কর্মীরা জানান, বিক্রিও হচ্ছে ভালো।
মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা জানান, সামগ্রিকভাবে মেলায় কাঙ্ক্ষিত দাম অনুযায়ী ভিসতার পণ্য পাওয়া যাচ্ছে।
ব্যাংকে চাকরি করেন আফরোজা বেগম। মেলায় এসেছেন ছোট্ট সন্তানকে নিয়ে। তিনি বলেন, ‘কয়েকটি স্টলে গিয়েছিলাম। কোথাও দাম বেশি, আবার কেথাও দাম কম। সব মিলিয়ে দামের দিক দিয়ে এভারেজ। ভিসতায় এসে খুব ভালো লাগলো। তাদের বড় পর্দা টিভি দেখে অনেকটা প্রেক্ষাগৃহের পর্দার মতোই লাগলো।’
ভিসতা ইলেক্ট্রনিকস মেলা উপলক্ষে ক্রেতাদের ২০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করছে বিভিন্ন সাইজের অ্যান্ড্রয়েড টিভি। ভিসতা ইলেক্ট্রনিকস-এর বিক্রয়কর্মী ফারজানা শারমিন উর্মী ঢাকা বিজনেসকে বলেন, ‘ভিসতার প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনাথীর ভিড় বেড়েছে। বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। ভিসতার টিভির চাহিদা যথেষ্ট রয়েছে। চাহিদা রয়েছে এসি, রাইস কুকার, গ্লাইন্ডারের।’ তিনি আরও বলেন, ‘আমরা ক্রেতাদের জন্য ২০ শতাংশ ডিসকাউন্টে টিভি সেল করছি। কখনো কখনো ২০ শতাংশের বেশি ডিসকাউন্ট দিয়েও আমরা টিভি সেল করছি। আমাদের টিভি ব্যবহার করে ক্রেতারা অনেক আরাম পাবে।’
ভিসতার হেড অব সেলস তানভীর রেজা জিহাদ বলেন, ‘মেলায় ৩২ ইঞ্চির পাশাপাশি ৮৬ ইঞ্চি ভিসতা অ্যান্ড্রয়েড টেলিভিশন রয়েছে। যা বিক্রি করছি খুবই সাশ্রয়ী দামে। মানের দিক দিয়ে ভিসতা টিভি দেশসেরা। কিন্তু দাম অন্যান্য টিভির তুলনায় খুব কম।’ তিনি আরও বলেন, ‘ আমাদের বড় পর্দার অর্থাৎ ৮৬ ইঞ্চি টিভির চাহিদা বেশি। আশা করছি, আমরা যে টার্গেট নিয়ে বাণিজ্যমেলায় এসেছি, তা পূরণ করতে পারবো।’