২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ফিফটি হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন উইল ইয়ং

ক্রীড়া ডেস্ক || ২০ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪২ এএম
ফিফটি হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন উইল ইয়ং


টাইগারদের দেওয়া ২৯২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে বাধাহীনভাবে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ১ উইকেট হারালেও রান তোলার গতি স্বাভাবিক রেখেছে কিউইরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত  নিউজিল্যান্ডের সংগ্রহ ২৭ ওভার শেষে ১ উইকেট  ১৬৫ রান। ক্রিজে উইল ইয়ং ৮০ রানে ও হেনরি নিকোলাস ৩৮ রানে অপরাজিত আছেন। 

বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে টাইগার বাহিনী করে ২৯১ রান।

জবাবে নেমে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না কিউইরা করে ৬১ রান নিউজিল্যান্ড। এরপরে আরও চড়াও হতে থাকেন ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং। তবে ১১তম ওভারের শেষ বলে হাফ সেঞ্চুরির আগে রাচিনকে সাজঘরে পাঠান হাসান। ৩৩ বলে ৪৫ রান করে রিশাদ হোসেনের হাতে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন রাচিন।

রাচিনের পরে উইকেটে এসেছেন হেনরি নিকোলস। তাকে সঙ্গে নিয়ে ইয়াং রানের খাতা এগিয়ে নেন। ১৭তম ওভারে দলীয় শতক পার করে নিউজিল্যান্ড। ওই ওভারেই হাফ সেঞ্চুরি তুলে নেন কিউই ওপেনার ইয়াং। 



আরো পড়ুন