২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



হিলিতে কমেছে ডিমের দাম

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২১ নভেম্বর, ২০২৩, ০৯:৪১ এএম
হিলিতে কমেছে ডিমের দাম


স্বস্তি ফিরছে ডিমে বাজারে। টানা তিনমাস ধরে দাম উর্ধমুখী থাকার পর দিনাজপুরের  হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কমেছে ডিমের দাম। প্রতিহালিতে ৫ থেকে ৭ টাকা কমে ডিম বিক্রি হচ্ছে  ৪৫ টাকা দরে। যা গত এক সপ্তাহ আগেও প্রতিহালি বিক্রি হয়েছে ৫০ থেকে ৫২ টাকা দরে। মঙ্গলবার ( ২১ নভেম্বর) হিলি বাজারে ডিম ক্রেতা-বিক্রেতরাদের সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে। 

হিলি বাজারে ডিম কিনতে আসা মো. আশিকুর রহমান বলেন, ‘আজ বাজারে এসে দেখি হালিতে ডিমের দাম কমেছে  ৫ থেকে ৭ টাকা। গত সপ্তাহে প্রতিহালি কিনেছিলাম ডিম ৫০ টাকায়। আর আজ প্রতিহালি কিনলাম ৪৫ টাকায়। ডিমের দামটা  ৪০ টাকা হালি হলে ভালো হতো। সবশ্রেনীর ক্রেতাদের নাগালের মধ্যে আসতো।’ 

আরেক ডিম ক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রতি সপ্তাহে আমাকে একপাতা (৩০টি) করে ডিম কিনতে হয়। গত সপ্তাহে প্রতিপাতা ডিম ৩৭৫ টাকা দরে কিনি। আর আজ মঙ্গলবার ( ২১ নভেম্বর) প্রতিপাতা ডিম কিনলাম ৩১০ টাকা দরে।’ 

ডিম বিক্রেতরা মো. সিদ্দিক হোসেন ঢাকা বিজনেসকে বলেন,‘আমরা রংপুর থেকে ডিম এনে হিলিতে বিক্রি করি। আগে মোকামেই প্রতিহালি ডিম কিনতে হতো ৪৫ থেকে ৪৮ টাকা দরে। আর বিক্রি করতাম ৫০ থেকে ৫২ টাকা হালি দরে। এ সপ্তাহে মোকামে ডিমের দাম একটু কমেছে। এখন মোকামে প্রতিহালি ডিম ৪০ থেকে ৪২ টাকা দরে। আর বিক্রি করছি ৪৫ টাকা হালি দরে। এরমধ্যে আছে পরিবহন খরচসহ অন্যান্য খরচ। অনেক সময় ডিম ভেঙ্গে যায়। 

সিদ্দিক হোসেন আরও বলেন, ‘যেসব ক্রেতা একপাতা ডিম কেনেন। তাদের কাছে পাতা প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করি। ’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন