২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



পাবনায় ছায়াকুঞ্জ পৌর পার্ক উদ্বোধন

পাবনা ও ভাঙ্গুড়া সংবাদদাতা || ১৫ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম
পাবনায় ছায়াকুঞ্জ পৌর পার্ক উদ্বোধন


পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ‘ছায়াকুঞ্জ পৌর পার্ক’ নামে একটি বিনোদন পার্কের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় ভাঙ্গুড়ার ঐতিহাসিক বড়ালব্রিজ খেলার মাঠে এই পার্কের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মকবুল হোসেন বলেন, ‘উপজেলা পর্যায়ে ভাঙ্গুড়া পৌর পার্ক একটি মাইলফলক। কোনো প্রতিষ্ঠান, সংগঠন, স্থাপনা নির্মাণ খুব সহজ। কিন্তু রক্ষণাবেক্ষণের বড় অভাব। এটা শুধু নির্মাণ নয়, এটাকে সচল ও ভালো রাখতে হলে এর রক্ষণাবেক্ষণ জরুরি। সরকার জনগণের জন্য সেবা দেন। প্রতিষ্ঠান গড়েন। এটার সেবাও নেবেন। আবার এটাকে দেখে রাখার দায়িত্ব আপনাদের।’

ভাঙ্গুড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বাকিবিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সাইদুর রহমান, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার মন্ডল, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আফিয়া সুলতানা আঁখি, হাজী গয়েজ উদ্দিন ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম ও প্রথম নির্বাচিত পৌরসভার চেয়ারম্যান ওসমান গণি প্রামানিক ও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক ছানা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইমরান হোসেন রাসেল।

নির্মাণাধীন পার্কটিতে দৃষ্টিনন্দন বৈদ্যুতিক ৪টি কোচ সংযুক্ত ট্রেন ছাড়াও ৮টি আসনের সুইং, ৬টি আসনের ম্যারি গো রাউন্ডসহ শিশুদের জন্য বেশকিছু হাতি, ঘোড়া ও পুকুরে প্যাডেল বোড রয়েছে। সবচেয়ে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে ছায়াকুঞ্জু পৌর পার্কের দক্ষিণ অংশে বঙ্গবন্ধুর আত্মজীবনী কর্নার এবং প্রধান গেটে প্রতিস্থাপন করা হচ্ছে জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যূরাল। এটি দর্শন করে এ প্রজন্মের শিশু-কিশোররা বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমন্ধে জানতে পারবে।

আরিফ/এম



আরো পড়ুন