২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



হেসে খেলে আফগানদের হারালো প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক || ১০ নভেম্বর, ২০২৩, ০৫:৪১ পিএম
হেসে খেলে আফগানদের হারালো প্রোটিয়ারা


সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার  বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান । যেখানে আফগানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।এতে স্বপ্ন ভঙ্গ হলো আফগানদের। 

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। ফলে ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে দক্ষিণ আফ্রিকার হয়ে নামেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার। ওপেনিংয়ে গড়েন ৬৪ রানের জুটি।

তবে ম্যাচের ১১তম ওভারে প্রোটিয়া অধিনায়ক বাভুমার উইকেট শিকার করেন মুজিব উর রহমান। এরপরই সাজঘরে ফিরে যান কুইন্টন ডি কক। ফিফটির পথে থাকা এ বাঁ-হাতিকে লেগ বিফরের ফাঁদে ফেলেন মোহাম্মদ নবী।

এরপর ক্রিজে আসেন রাসি ফন ডার ডুসেন। তার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন এইডেন মার্করাম। তবে উইকেটে থিতু হয়েও প্যাভিলিয়নের পথ ধরেন মার্করাম। এসময় তিনি করেন ২৫ রান।এর পর উইকেটে আসেন হেনরিখ ক্লাসেন। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। রশিদ খানের ঘূর্ণিতে ১০ রানেই কাটা পড়েন এ ব্যাটার।

রান তাড়ায় টপ অর্ডারদের হারিয়ে খানিকটা চাপে পড়ে প্রোটিয়ারা। তবে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে আবারো প্রতিরোধ গড়ে তোলেন ডুসেন। এ জুটির ব্যাট থেকে আসেন ৪৩ রান। ম্যাচের ৩৮তম ওভারে এ জুটিতে আঘাত হানেন নবী। তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে ২৪ রানেই থামেন মিলার।

এরপর আফগান স্পিনারদের তোপ সামলে ডুসেন ও আন্দিল ফেলুকওয়ায়োর ব্যাটেই প্রোটিয়াদের জয় নিশ্চিত হয়।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন