২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



বাগরেহাটে প্রাইভেট কারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট করেসপন্ডেন্ট || ১০ নভেম্বর, ২০২৩, ০১:৪১ পিএম
বাগরেহাটে প্রাইভেট কারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


বাগেরহাটের রামপালে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছেন। শুক্রবার ( ১০ নভেম্বর ) দুপুর ২টার দিকে মংলা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী মো. হারুন-অর- রশীদ (২৭)। তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবুর রহমানের ছেলে। তবে নিহত মোটরসাইকেল চালকের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ওসি আশরাফুল আলম বলেন, ‘শুক্রবার দুপুর ২টার দিকে চট্রো. মেট্রো- খ- ১১- ২০৫৫ প্রাইভেট কার দ্রুত গতিতে খুলনা থেকে মোংলা যাওয়ার পথে রামপাল থানাধীন রনসেন মাছের আড়ৎ এর সামনে পৌঁছালে বিপরীত দিক হতে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের  মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘গুরত্বর অবস্থায় মোটরসাইকেলে থাকা হারুনকে উদ্ধার করে স্থানীয় লোকজন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন