নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) নরসিংদী সরকারি কলেজে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলে এই অলিম্পিয়াড।
নরসিংদী বিজ্ঞান ক্লাব আয়োজিত অলিম্পিয়াডে জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় তিন শতাধিকশিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগীতায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ২ ভাগে ভাগ করে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন ও গণিত চার বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা শেষে বিজ্ঞান বিষয়ক কুইজ, বিজ্ঞানী ও বিজ্ঞান শিরোনামে সেশন ও সবশেষে ৬০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার হিসেবে বিজ্ঞান বিষয়ক বই ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
ঢাকা বিজনেস/এমএ/