০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



জুনে ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে: রেলমন্ত্রী

ঢাকা বিজনেস রিপোর্ট || ১০ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম
জুনে ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে: রেলমন্ত্রী


আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে বলে আশা প্রকাশ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন । তিনি বলেন, ‘কাজের যে অগ্রগতি দেখছি, তাতে আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে বলে আশা প্রকাশ করছি।’ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এসব বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘কাজের সুবিধার জন্য ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি।’

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলসংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, রেলওয়ে ডিজি শ্রী ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ। পরে মন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেলসংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘এখানে কাজে যে অগ্রগতি দেখলাম তাতে আশা করছি, আগামী জুনে আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলচলাচল শুরু করতে পারবো। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। যেহেতু এখন কাজের মৌসুম, দিনরাত কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। এর মধ্যে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এ ছাড়া এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ শতাংশ পর্যন্ত কাজ শেষ হয়েছে।’

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন