২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



অভিষেকেই নিউজিল্যান্ড শিবিরে খালেদের জোড়া আঘাত

ক্রীড়া প্রতিবেদক || ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ এএম
অভিষেকেই নিউজিল্যান্ড শিবিরে খালেদের জোড়া আঘাত


নাসুমের করা ২৬তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পেলেন নিউজিল্যান্ড ব্যাটার ব্লান্ডেল। ৫৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পেয়েছেন তিনি। তখন নিকোলসের ফিফটির অপেক্ষা। সেটি আর পাওয়া হলো না তাঁর। খালেদের বলে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। নিকোলস ৪৯ রানে থেমেছেন। ব্লান্ডেলের সঙ্গে নিকোলসের জুটি থেমেছে ৯৫ রানে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দ্বিতীয় উইকেট পেলেন খালেদ। 

এদিকে, খালেদ নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন। প্রথমে চাঁদ বোজের উইকেট পেয়েছেন তিনি।

ইনিংসের প্রথম বলেই ৪ রান দেন মোস্তাফিজ। তারপরের ৫ বলে মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে আসেন হাসান। তিনিও ৫ রান দেন ওভারে। আবার বলে আসেন প্রথম ম্যাচের ৩ উইকেটধারী মোস্তাফিজ। তিনি এবার তৃতীয় বলেই নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন। এতে ৮ বল খেলে শূন্য রানে আউট হন উইল ইয়াং। আবারও আঘাত হানেন মোস্তাফিজ। ২ উইকেট নেন তিনি। এই ম্যাচে অভিষেক হওয়া খালেদ আসেন বলে। তিনি নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন। চাঁদ বোজের উইকেট পেলেন তিনি।

এদিকে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ২ পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। খেলা শুরুর আগে টস হেরে বোলিং পেয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। আজ (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়েছে।

বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে দু’দলই। বৃষ্টিতে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে নিউজিল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করেছিল বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে সফরকারীরা। ম্যাচ শুরুর পর বৃষ্টির কারণে ৮ ওভার কমিয়ে ৪২ ওভারে নির্ধারিত হয় প্রথম ওয়ানডে। 

মোস্তাফিজুর রহমানের পারফরমেন্স চিন্তা মুক্ত করেছিল টিম ম্যানেজমেন্টকে। বাজে পারফরমেন্সের কারণে একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে গিয়েছিল মোস্তাফিজের। দলের প্রথম সারির বোলিং আক্রমণের অনুপস্থিতিতে বল হাতে জ্বলে ওঠেন মোস্তাফিজ। নিউজিল্যান্ডের টপ-অর্ডারকে ধসিয়ে দিয়ে ৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন তিনি। আরেক বোলার নাসুম পর পর নেন ২ উইকেট।

নতুন বলে মোস্তাফিজের পারফরমেন্সের প্রশংসা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা নিক পোথাস। তিনি বলেন, ‘গত এক মাস কঠোর পরিশ্রম করেছেন মোস্তাফিজ। নতুন বলে ছন্দ খোঁজার চেষ্টা করেছেন তিনি। অ্যালান ডোনাল্ডের (পেস বোলিং কোচ) সাথে কঠোর পরিশ্রম করেছে সে। আপনি সেই ফল দেখতে পাচ্ছেন এবং এটি বিশ্বকাপের আগে সঠিক সময়ে হয়েছে।’

দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তানজিম হাসানের জায়গায় খেলানো হচ্ছে হাসান মাহমুদকে। বাদ পড়েছেন উইকেটকিপার নুরুল হাসান। দলে নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদকে। ওয়ানডে অভিষেক হচ্ছে তাঁর।  

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন