১৯ মে ২০২৪, রবিবার



টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

টাঙ্গাইল সংবাদদাতা || ২৬ আগস্ট, ২০২৩, ১২:০৮ পিএম
টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বার মৃত্যু


টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোজিনা আক্তার নামের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার (২৬ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো। শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২২জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।  এসব রোগী জেলা শহরের হাসপাতালগুলো ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, রোজিনা আক্তার গত ২৪ আগস্ট মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে  ভর্তি হন। ওইদিন তার  ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। 

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে,  জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন মোট ১ হাজার ৪৬৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৭ জন। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ রোগী। 

জেলা শহরের বাইরে নাগরপুর উপজেলা পর্যায়ে সবার্ধিক ডেঙ্গু শনাক্ত হয়েছে  নাগরপুর উপজেলায়। নতুন শনাক্তদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৯ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ২ জন, সদর উপজেলায় ১ জন,  নাগরপুরে ৬  জন এবং মধুপুরে ৪ জন ভর্তি হয়েছেন। 

সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া  বলেন, ‘বর্তমানে ডেঙ্গুর রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যেন ডেঙ্গু বিস্তার করতে না পারে। 

ঢাকা বিজনেস/নোমান/এনই 



আরো পড়ুন