লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। আর এতে নতুন অধ্যায়ের সূচনা হলো ক্লাবটির। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করলো তারা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মায়ামি। বক্সের ডান দিক থেকে আক্রমণে গিয়ে দলকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ।
২০ মিনিটের মাথায় মেসির গোলে ব্যবধান দ্বিগুণ হয় মায়ামির। মাঝমাঠ থেকে বাড়ানো মার্টিনেজের বল টেনে নিয়ে গিয়ে ডি বক্সের অনেক দূর থেকে লম্বা শটে জালে পাঠান মায়ামি দলপতি।
বিরতির ঠিক আগ মুহূর্তে যোগ করা অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে দলটি। এতে ৩-০ ব্যবধানে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়।
৭৩তম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে ডেভিড রুজ ফের ব্যবধান বাড়িয়ে দেন। দলকে এনে দেন ৪-১ গোলের বড় জয়।
এই জয়ে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য কনকাকাফ কাপে খেলা নিশ্চিত হলো মায়ামির। শনিবার (১৯ আগস্ট) প্রথম শিরোপার মিশনে লিগস কাপের ফাইনালে মাঠে নামবে মেসিরা।
ঢাকা বিজনেস/এইচ