ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ৩৫২ রানের বিশাল সংগ্রহ দাড় করিয়েছে পাকিস্তান। শিরোপা জিততে ভারতকে করতে হবে ৩৫৩ রান।
রোববার (২৩ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে। আর সেটা সম্ভব হয় টপ অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায়।
তাদের মধ্যে তৈয়ব তাহির ছিলেন সবচেয়ে মারমুখী। তিনি মাত্র ৭১ বলে ১২টি চার ও ৪ ছক্কায় ১০৮ রান করে যান।
তার আগে উদ্বোধনী ব্যাটসম্যান সায়েম আইয়্যুব ৭ চার ও ২ ছক্কায় ৫৯ ও শাহিবজাদা ফারহান ৪টি চার ও সমান সংখ্যক ছক্কায় ৬৫ রান করেন। এছাড়া ওমর ইউসুফ ৩৫ ও মুবাসির খান ৩৫ রান করেন।
বল হাতে ভারতের রাজবর্ধন হাঙ্গার্গেকর ও রিয়ান পরাগ ২টি করে উইকেট নেন।
ঢাকা বিজনেস/এমএ/