২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



বিমানবন্দরে গ্রেপ্তার জিজি হাদিদ

বিনোদন ডেস্ক || ১৯ জুলাই, ২০২৩, ০৫:৩৭ এএম
বিমানবন্দরে গ্রেপ্তার জিজি হাদিদ


আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ। আকর্ষণীয় পোশাক ও দুরন্ত র‍্যাম্পওয়ার্কের কারণে বরাবরই চর্চায় থাকেন তিনি। তবে এবার ভিন্ন এক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। সম্প্রতি বিমানবন্দরে গাঁজাসহ জিজি হাদিদকে গ্রেপ্তার করেন পুলিশ।

চলতি মাসের শুরুতে ‘প্যারিস ফ্যাশন উইক’র কারণে ফ্রান্সে উড়াল দেন জিজি। অনুষ্ঠানটিতে অংশগ্রহণও করেছিলেন তিনি। কিন্তু কেম্যান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়েন এই মডেল। এ সময় তার সঙ্গে ছিলেন খুব কাছের বান্ধবী লিয়া নিকোল ম্যাকার্থি। তাদের কাছে খুব বেশি পরিমাণেই মাদক ছিল বলে জানা গেছে। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেপ্তার করেন পুলিশ।

জানা গেছে, মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে হাজতবাস থেকে রেহাই পান জিজি ও লিয়া। এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’র একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এই সুপারমডেল।

এ ছাড়া ব্যক্তিগত জীবনের কারণেও একাধিক বার চর্চায় উঠে এসেছেন জিজি। হলিউডে কানাঘুষা রয়েছে, ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। একাধিক বার একসঙ্গে দেখাও গেছে জিজি-লিওনার্দোকে। তবে কখনোই নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি এই দুই তারকা।

এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে ৬ বছর প্রেমের সম্পর্কে ছিলেন জিজি। তাদের একটি সন্তানও রয়েছে, যার বয়স আড়াই বছর।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন