২৬ জুন ২০২৪, বুধবার



মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না: আরাফাত

স্টাফ রিপোর্টার || ১৭ জুলাই, ২০২৩, ১২:০৭ পিএম
মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না: আরাফাত


মানুষ ভোটকেন্দ্রে এলে নৌকায় ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন,  নির্বাচনে জয়ের বিষয়ে আমি খুব আশাবাদী। মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না।’ 

সোমবার (১৭ জুলাই) গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর এ প্রত্যাশা করেন আরাফাত।

এদিকে, সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

ভোটার উপস্থিতি কমের প্রশ্নে সাংবাদিকদের আওয়ামী লীগ প্রার্থী বলেন, ‘অল্প দিনের জন্য নির্বাচন বলেই ভোটারদের মধ্যে একটা অনাগ্রহ থাকতে পারে। তবে গুলশান ও বনানী ছাড়া অন্য কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি।’ 

এর আগে, নির্বাচনী এলাকাগুলোতে শনিবার (১৫ জুলাই) সকালে প্রচার বন্ধ এবং মধ্যরাতে মোটরসাইকেল চালাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রোববার রাত ১২টার পর থেকে সাধারণভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয় নির্বাচনী এলাকায়। 

তবে, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে শিথিল থাকবে এ নিষেধাজ্ঞা।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন