২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ঋণখেলাপিরা এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার || ১৩ জুলাই, ২০২৩, ০৯:৩৭ এএম
ঋণখেলাপিরা এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: বাংলাদেশ ব্যাংক


ব্যাংক ঋণখেলাপিরা আসন্ন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)  নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংক কোম্পানি (সংশোধিত) আইন-২০২৩ সংসদে পাস হয়েছে। নতুন এই আইনেও ঋণ খেলাপিদের ব্যাপারে বেশকিছু নির্দেশনা রয়েছে। সেখানে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো নির্দিষ্ট সময় অন্তর ঋণখেলাপিদের তালিকা কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে। খেলাপিদের শনাক্ত ও চূড়ান্তকরণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট সময় নির্দেশনা জারি করবে। বাংলাদেশ ব্যাংক-সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট-সূত্র বলছে,  কেন্দ্রীয় ব্যাংক চূড়ান্তভাবে ঘোষণার পর ঋণখেলাপিরা বিদেশভ্রমণ, ট্রেড লাইসেন্স ইস্যু, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-এর কাছে কোম্পানি নিবন্ধন পাবেন না। এমনকি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপিরা দেশের যেকোনো নির্বাচনে অংশও নিতে  পারবেন না। এবার ঋণখেলাপির কারণে এফবিসিসিআই নির্বাচনে অনেকের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ছে।  ইতোমধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচনি বোর্ড মো. খোরশেদ আলম, মো. সাহাব উদ্দিন, খন্দকার রুহুল আমিন, আবুল হোসেন, কে এম আখতারুজ্জামান, মো. আলি হোসেন, মোহাম্মাদ রিয়াদ আলি ও মো. ফয়েজুর রহমান ভূঁইয়াসহ অনকের মনোনয়ন বাতিল হয়েছে। 

এ প্রসঙ্গে এফবিসিসিআই নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামীন বলেন, ‘প্রচলিত আইন অনুযায়ী  ঋণ ও করখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। আপিল বোর্ড শুনানি শেষে এ ব্যাপারে ১৫ জুলাই  নির্বাচন বোর্ডকে  চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।’

প্রসঙ্গত, যখন কোনো কারণে চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পর কোনো ঋণ বা ঋণের কিস্তি ফেরত পাওয়া যায় না বা সম্ভব হয় না; তখন ওই ঋণকে খেলাপি ঋণ বলে। বর্তমান বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রধান সমস্যা এই খেলাপি ঋণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণ পাওয়ার শর্তেও খেলাপিদের আর ছাড় না দেওয়ার ব্যাপারে সতর্ক কর হয়েছে।

পলিসি রিসার্চ ইনস্টিটউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর সম্প্রতি সংশোধিত ব্যাংক কোম্পানি আইন নিয়ে বলেন, ‘সঠিকভাবে প্রয়োগ না হলে এ আইন দিয়ে কিছু হবে না।   ব্যাংক কোম্পানি আইন আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সংশোধনী পর্যায়ের কার্যক্রম আন্তর্জাতিকমানের অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে করা হয়েছে। এখন এর সঠিক বাস্তবায়ন দরকার।’

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন