২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



আসছে 'অসুর ২'

বিনোদন ডেস্ক || ২৫ মে, ২০২৩, ০৯:৩৫ এএম
আসছে 'অসুর ২'


সাইকোলজিক্যাল থ্রিলারের গল্পে তৈরি ‘অসুর’। সিনেমাটি রীতিমতো সাড়া ফেলেছিল ভক্তদের মনে। এবার এর সিকুয়েল নিয়ে হাজির হতে যাচ্ছেন আরশাদ ওয়ারসি-বরুণ সোবতিরা। আবারও রাজপুত হয়ে ফিরছেন আরশাদ। বুধবার (২৪ মে) জিও সিনেমা অরিজিন্যালসের এই সিরিজের টিজার মুক্তি পেল। 

টিজারের প্রতিটা দৃশ্যেই থাকছে টানটান উত্তেজনা ও চমক। শুরুতেই একটি কন্ঠে শোনা যায়, ‘এই দুনিয়ার প্রয়োজন একটা নতুন অর্ডার’। এরপরই একজনের মাথায় বন্দুক ঠেকিয়ে আরশাদের ঘোষণা, ‘তোমাকে তোমার ভগবানের কাছে জবাবদিহি করতে হবে, তবে আমি কারও কাছে জবাব দিতে বাধ্য নই’। এই ক্রাইম থ্রিলারে আরও এক সিরিয়াল কিলারের গল্প উঠে আসবে, সেই ঝলকই ১ মিনিটের টিজারে ধরা পড়ল। কেমনভাবে পরিস্থিতির দায়ে এক বালক ‘অসুর’ হয়ে উঠবে সেই নিয়েই গল্প এগিয়ে যাবে। পাশাপাশি নিখিল নায়ার (বরুণ সোবতি) আর ধনঞ্জয়ের রসায়নও আবারও নজর কাড়বে। ভুল বোঝাবুঝির ভুলে অসুরকে রুখতে একজোট হবেন তারা? সিরিয়াল কিলারের হাত থেকে দুনিয়াকে বাঁচাতে সফল হবে কি তারা? সেই রহস্য ঘিরেই এই সিরিজ। 

প্রসঙ্গত, অনি সেন পরিচালিত অসুরের সিজন ১ মুক্তি পায় ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্ম ভুত এ। এই সিরিজ দিয়েই ওটিটির দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন ‘মুন্নাভাই’-এর সার্কিট। বলিউডে একাধিক হিট ছবিতে কাজ করেছেন আরশাদ ওয়ারসি। তবে দর্শক তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে রাজ কুমার হিরানির ‘মুন্নাভাই এমবিবিএস’ ও 'লাগে রহো মুন্নাভাই’- ছবির সার্কিট চরিত্রের জন্য।

অসুর ২-তে আরশাদ-বরুণ ছাড়াও থাকছেন ঋদ্ধি ডোগরা, অনুপ্রিয়া গোয়েঙ্কা, গৌরব আরোরা, মিয়াং চ্যাং-সহ আরও অনেকে। ১লা জুন জিও সিনেমা-তে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের। 

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন