২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট ৮০০০ টাকা

ক্রীড়া ডেস্ক || ২২ মে, ২০২৩, ১১:৩৫ এএম
চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট ৮০০০ টাকা


চলতি ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ১০ জুন। ইস্তাম্বুলে হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। 

ফাইনালকে ঘিরে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৪ ক্যাটাগরিতে পাওয়া যাবে এ টিকিট। সর্বোনিম্ন  টিকিট পাওয়া যাবে ৮০০০ টাকায়।

উয়েফার ওয়েবসাইট থেকে জানা গেছে, সবচেয়ে কম দামি ক্যাটেগরি ৪ এর টিকিটের দাম ৭০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১০৪ টাকা। ক্যাটেগরি ৩ এর টিকিটের দাম ১৮০ ইউরো (প্রায় ২১ হাজার টাকা)। ক্যাটেগরি ২ এর টিকিট কিনতে হলে খরচ করতে হবে ৪৯০ ইউরো (৫৬ হাজার ৭৩০ টাকা)। আর সবচেয়ে দামি ক্যাটেগরি ১ এর টিকিটের দাম ৬৯০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ হাজার টাকা।

১০ জুন হতে যাওয়া ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭২ হাজার। দুই ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান-দুই দলই ২০ হাজার করে ৪০ হাজার টিকিট পাবে। এই টিকিট তারা ক্লাব সমর্থকদের বিক্রি করতে পারবেন। বাকি ৩২ হাজারের মধ্যে ৭ হাজার ২০০ টিকিট অনলাইনে পাওয়া যাবে। ফাইনালের টিকিটের জন্য উয়েফার সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। বাকি রইল ২৪ হাজার ৮০০ টিকিট। উয়েফা জানিয়েছে, এই টিকিটগুলো পাবে উয়েফা, স্থানীয় আয়োজক, বাণিজ্যিক অংশীদার ও চ্যানেল।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন