২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



পাকিস্তানের নতুন কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন

ক্রীড়া ডেস্ক || ১৩ মে, ২০২৩, ০৩:৩৫ পিএম
পাকিস্তানের নতুন কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন


পাকিস্তান জাতীয় দলের হেড কোচের পদটা অনেকদিন ধরেই ফাঁকা ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে পাকিস্তান দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। সিরিজে পাকিস্তানকে বেশ বড় সাফল্যই এনে দিয়েছেন তিনি। তাইতো বিশ্বকাপের আগে রিজওয়ান-বাবরদের   নতুন প্রধান কোচ হিসেবে ব্র্যাডবার্নকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) । শনিবার (১৩ মে) তাকে কোচ হিসেবে ঘোষণা করে পিসিবি।

ব্র্যাডবার্নের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে  পিসিবি। ব্র্যাডবার্নকে নতুন কোচ হিসেবে পেয়ে খুশি পিসিবি সভাপতিও।

নতুন কোচ নিয়োগের ব্যাপারে পিসিবির সভাপতি নাজাম শেঠি বলেন, ‘আমাদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে পেয়ে আনন্দিত। দারুণ কোচিং অভিজ্ঞতার ভান্ডার নিয়ে তিনি আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। এর আগে আমাদের পুরুষ ও  জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করায় সে আমাদের ক্রিকেট সংস্কৃতি ও দর্শন সম্পর্কে ভালো জানে। ফলে দলকে এগিয়ে নিতে সে যোগ্য ব্যক্তি।’

পিসিবি সভাপতি আরও বলেন, ‘মিকি আর্থারকে টিম ডিরেক্টর এবং ব্র্যাডবার্নকে কোচ হিসেবে পাওয়ায় আমাদের জাতীয় দল উপকৃত হবে। যা তাদেরকে ক্রিকেটের তিন ফরম্যাটেই আধিপত্য করতে সাহায্য করবে।’ নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্র্যাডবার্নও। তিনি বলেন, ‘পাকিস্তানের মতো অত্যন্ত প্রতিভাধর এবং দক্ষ একটি দলের হেড কোচ হতে পেরে নিজেকে ভীষণ সম্মানিত মনে করছি।’

গ্রান্ট এরিক ব্রাডবার্ন  নিউজিল্যান্ডের হ্যামিল্টনে জন্মগ্রহণ করেন। তিনি  নিউজিল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ ব্রেক বোলার ভূমিকা রেখেছেন।

পাকিস্তান দলের প্রধান কোচ হওয়ার আগে ২০১৪-১৮ সাল পর্যন্ত স্কটল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক কিউই ক্রিকেটার । ফলে দ্বিতীয়বারের মতো কোনো জাতীয় দলের প্রধান কোচ হলেন তিনি। সবকিছু ঠিক থাকলে তার অধীনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলবে রিজওয়ান-বাবররা। 

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন