কক্সবাজারের টেকনাফে সাবেক ওসি প্রদীপের সোর্সখ্যাত গিয়াস উদ্দিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র,গুলি ও ইয়াবা জব্দ করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।
ওসি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে গিয়াস ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি ওয়ান শুর্টারগান, ২রাউন্ড রাবার কার্তুজ ও ৫ হাজার পিস ইয়াবাসহ জব্দ করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক অস্ত্র, মাদক, হত্যা মামলাসহ ৯টি মামলা রয়েছে।
মো. আবদুল হালিম বলেন, ‘গিয়াস উদ্দিন ওরফে গিয়াস ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের দুটি মামলা দায়ের করা হয়েছে।’ তিনি বলেন, ‘গিয়াস ডাকাতের সেকেন্ড ইন কমান্ড আনোয়ার প্রকাশ (লেডাইয়া)কে ধরতে পুলিশের অভিযান চলছে।’
ঢাকা বিজনেস/আনাম/এন/