২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান

ক্রীড়া ডেস্ক || ১৭ এপ্রিল, ২০২৩, ০২:৩৪ পিএম
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান


বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। আগামী তিন মাসের জন্য তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সোমবার (১৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)  এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে, শুক্রবার ১৪ই এপ্রিল ফিফার ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক অনিয়মের অভিযোগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ওপর দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

 এই নিষেধাজ্ঞার কারণে  শূন্য হয়ে যায় বাফুফের সাধারণ সম্পাদকের পদ। ফলে তার স্থলাভিষিক্ত হলেন ইমরান হোসেন তুষার।

ঢাকা বিজনেস এমএ/



আরো পড়ুন