২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ফিল্মফেয়ারে সেরার শিরোপা পেলেন যারা

বিনোদন ডেস্ক || ১১ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম
ফিল্মফেয়ারে সেরার শিরোপা পেলেন যারা


‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’কে বলা হয় ভারতের অস্কার। গত কয়েক বছর ধরে কলকাতার সিনেমার জন্য আলাদাভাবে পুরস্কারটি দেওয়া হচ্ছে। এ বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা পা দিল পঞ্চম বর্ষে। শুক্রবার(১০ মার্চ) কলকাতাতে অনুষ্ঠিত হলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। রইলো সেরার তালিকা।

সেরা সিনেমা

দোস্তজী

বল্লভপুরের রূপকথা

সমালোচকদের বিচারে সেরা  সিনেমা

দ্যা হোলি কনস্পিরেসি, অভিনয়ে সৌমিত্র ও নাসিরুদ্দিন শাহ)

অভিযান (পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়)

সেরা পরিচালক

প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)

সেরা অভিনেতা

মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা

যিশু সেনগুপ্ত (অভিযান)

সেরা অভিনেত্রী

স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী)

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী

শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায়চৌধুরী (মহানন্দা)

সেরা সহ-অভিনেতা

শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)

সেরা সহ-অভিনেত্রী

মমতা শঙ্কর (প্রজাপতি)

সেরা নবাগত অভিনেতা

অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম)

সেরা নবাগত অভিনেত্রী

শ্রুতি দাস (এক্স = প্রেম)

সেরা গায়ক

অরিজিৎ সিং- আজকে রাতে (বিসমিল্লাহ)

সেরা গায়িকা

কৌশিকী চক্রবর্তী- কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন