২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



নভেম্বরে বসছে টি-টেনের ৭ম আসর

ক্রীড়া ডেস্ক || ০৮ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম
নভেম্বরে বসছে টি-টেনের ৭ম আসর


ক্রিকেটের দ্রুততম সংস্করণ টি-টেনের সপ্তম আসরের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এবারের আসরে প্রথম ম্যাচ মাঠে গড়াবে চলতি বছরের ২৮ নভেম্বর। আর টুর্নামেন্ট চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন এই আসর অনুষ্ঠিত হবে। ডেক্কান গ্ল্যাডিয়েটরস টানা দ্বিতীয় ট্রফি ঘরে তোলার পরপরই নতুন আসরের দিনক্ষণ জানানো হলো।

এ প্রসঙ্গে আবুধাবি ক্রিকেট ক্লাব অ্যান্ড স্পোর্টস হাবের সিইও ম্যাট বাউচার বলেন, ২০১৯ সালে আমরা আমাদের অংশীদার আবুধাবি স্পোর্টস কাউন্সিল ও আবুধাবি সাংস্কৃতিক-পর্যটন অধিদপ্তরের সঙ্গে কৌশলগত অঙ্গীকার করেছিলাম। বিশ্ব ক্রিকেটের জন্য আরেকটি সৃজনশীল ইভেন্ট আমরা আয়োজন করবো।’

টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, ‘গেল বছরের আবুধাবি টি-টেন ছিল ক্রিকেট ও বিনোদনের নিখুঁত সংমিশ্রণ। আমরা এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন দুটি দলকে অন্তর্ভুক্ত করছি, আবারও কিছু সেরা খেলোয়াড় ও কোচদের স্বাগত জানাচ্ছি। আসন্ন সপ্তম আসরের দিনক্ষণ ঘোষণার মাধ্যমে আমরা ২০২৩ সালে আরও বড় একটি আসর আয়োজনের অধীর অপেক্ষায় আছি। 

এবারের আসরটি আরও জমকালো হবে বলে আশা করছেন তিনি। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন